ঢাকা , শুক্রবার, ২০২৫ সেপ্টেম্বর ১২, ২৭ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ওমরগনি এম ই এস কলেজে ৪দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মে ১৩, ০৬:৫০ অপরাহ্ন
#

১৩ মে ২০২৪: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর আয়োজনে যুব রেড ক্রিসেন্ট ওমরগনী এম ই এস কলেজ ইউনিট এর সহযোগিতায় ৪দিন ব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কলেজের আইসিটি হলরুমে শুরু হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগনি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলোন উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দীকি,  ববি বড়ুয়া,  চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মোশাররফুল হক চৌধুরী পাভেল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আ.ন.ম তামজীদ।

এতে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট ওমরগনী এম ই এস কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আবু নাইম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সুনাগরিক হিসেবে সকলের প্রথমিক চিকিৎসা সম্পর্কে  জানা উচিত। সকল ছাত্রদের সেবার মনমানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান। এসময় তিনি দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকদের কাজের প্রসংশা করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video