ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ২৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

একুশে ফেব্রুয়ারিতে খাগড়াছড়ি জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০১:১০ অপরাহ্ন
#

খাগড়াছড়িতে বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন (পাজেপ) চেয়ারম্যানের নেতৃত্বে জেলা পরিষদ পরিবার

একুশে ফেব্রুয়ারি, প্রথম প্রহরে বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও তার পরিষদের সকল সদস্যবৃন্দ।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা শ্রদ্ধা নিবেদন করে বলেন, "ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তাঁদের বীরত্ব ও দেশপ্রেম আমাদের সর্বদা প্রেরণা দেয়। আমরা তাঁদের স্মরণে সবসময় গর্বিত।"

তিনি আরও বলেন, "একুশে ফেব্রুয়ারি আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। শহীদদের আত্মত্যাগের সম্মানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।"

এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সকলকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের সমাজে ন্যায় ও সমতার ভিত্তিতে কাজ করার মাধ্যমে আমরা ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।"

একুশে ফেব্রুয়ারির মহান দিবস উপলক্ষে, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে পরপরই শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পুলিশ সুপার আরফিন জুয়েল, জেলার রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা আনসার ভিডিপি, জেলা এপিবিআর পুলিশসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন ভাষা প্রেমিকরা তাদের অভিমত ব্যক্ত করে বলেন "একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এই দিনে আমরা একত্রিত হয়ে ভাষা শহীদদের স্মরণ করি এবং আমাদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব উপলব্ধি করি।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video