উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হলেন মোস্তাক আহমেদ
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : শুক্রবার, ২০২১ জুলাই ০২, ০৬:৫৯ অপরাহ্ন
#
সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোস্তাক আহমেদ।
তিনি বলেন, আমি ছোট কাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতি করেছি। বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছিলাম। এর পরে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য হই। পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। এখন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বও ইনশাআল্লাহ নিষ্ঠার সাথে পালন করব।
করোনাকালে মোস্তাক আহমেদ অসহায় ও দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে বেশ আলোচনায় আসেন।
উল্লেখ্য, গত ৩০ জুন সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব।
মন্তব্য করুন