উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ০৪, ১২:৫৬ অপরাহ্ন
#
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে।
নিহতরা হলেন ইমাম শরীফ(৩৩) ও শামসুল আলম (৪৫)।
এসময় কমপক্ষে আরো দশজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তের থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রার্ড- আনরেজিস্টার্ড রোহিঙ্গাদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে।
উখিয়া থানা পুলিশ ঘটনাস্হল থেকে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার।
মন্তব্য করুন