রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর আল-আমিন স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২য় বারের মতো ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইসলামপুর নুর আলী খাঁনছমা জামে মসজিদ সংলগ্ন মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গোলবারে বল মেরে খেলার উদ্বোধন করেন উদ্বোধক ইসলামপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহাম্মদ আবু বকর।
ইসলামপুর আল-আমিন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় খেলায় প্রধান বক্তা ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কাউসার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বখতিয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, ৯নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি এনামুল হক।
ইসলামপুর আল-আমিন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আবুল বশর কোম্পানি, পারভেজ আলম রিপাত, ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াদ, নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাকিবুর ইসলামসহ ক্লাবের সদস্য ওসমান, ফাহিম, আলফা, সাব্বির, মিজান, ফরহাদ, রিয়াদ, তৌহিদ, সাকিব, মোস্তফা, রিয়াদ, মনছুর, সাদ্দাম, আরিফুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামপুর চ্যালেঞ্জ ও ফুটন্তফুল স্পোর্টিং ক্লাব।
মন্তব্য করুন