ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ২৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ইসলামপুর মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০৪:২৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর হযরত মাওলানা সাদেক শাহ (রহঃ) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী, মাদ্রাসার শিক্ষকগণের বিদায়ী সংবর্ধনা, দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা মাঠে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মমতাজ কোম্পানি, বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ জরিফ।

সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক মাওলানা আব্দুল হাকিম, মুহাম্মদ একরাম হোসেন, দিদার হোসেন, মাওলানা মুহাম্মদ ফরকান, আব্দুল আলিম, মুহাম্মদ নাছিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস।

মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ আব্দুর রহমান, খোরশিদ আরা বেগম, জান্নাতুল ফেরদৌস জেরিন, জোসনা আক্তার, আজিজুল হক, ইমরান হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার বিদায়ী শিক্ষকদেরকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী শিক্ষার্থীদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া গত ২০২৪ সালের দাখিল পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করায় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইকবালের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video