ঢাকা , বুধবার, ২০২৪ মে ১৫, ৩১ বৈশাখ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ইফতার পার্টি ও সাহিত্য আড্ডায় প্রফেসর আবু জাফর চৌধুরী, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিত মঞ্চ, সংস্কৃতি অঙ্গনের মধ্যে গণজাগরণ সৃষ্টি করেছে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ৩১, ০৭:২৮ অপরাহ্ন
#

ইফতার পার্টি ও সাহ্যিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তক্ত্যে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী বলেন, চট্টগ্রাম অঞ্চলে সাংস্কৃতিক অঙ্গনে গণজাগরণ সৃষ্টি করেছে। যেটা আর কোন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সম্ভব হয়নি। এ সংগঠনে প্রত্যেক ধর্ম বর্ণের মানুষ রয়েছে। সবার মধ্যে একটি সম্প্রীতির বন্ধন রয়েছে। যেগুলো আর কোন সংগঠনের মধ্যে আছে বলে আমার মনে হয় না। জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিত মঞ্চ চট্টগ্রাম আয়োজিত গতকাল কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় কবিত মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী প্রশাসিনক কর্মকর্তা  কবি এম এ হাশেম আকাশের সভাপতিত্বে ও জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও কবি সোমা মুৎসুদ্দির যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি কামরুল হুদা।

জাতীয় কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ কমলর কোরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত ইফতার মাহফিল ও সাহিত্য আড্ডায় উদ্বোধক ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক গবেষক প্রফেসর বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ ইদ্রিস আলী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনীতিক ব্যক্তিত্ব দীপক কুমার পালিত, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, ন্যাশনাল আওয়ামী পাটি ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশগুপ্ত, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম দক্ষিণ কৃষক লীগের সভাপতি আতিকুল ইসলাম চৌধুরী, হিন্দু মহাজোটের সভাপতি সুজিত দাশ।

বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন আফরোজা বেগম জলি, নাট্যকার রতন চক্রবর্তী, আবৃত্তিকার সুমন দত্ত, সাংবাদিক রোকন উদ্দীন আহমেদ, কবি সঞ্জয় কুমার দাশ, লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও লোক সংগীত শিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, সংগীত শিল্পী সৈয়দ হোসেন শাহ, কৃষক লীগ চট্টগ্রাম জেলা নেতা নাসির উদ্দিন আহমেদ, সাংবাদিক বিপ্লব দাশগুপ্ত, সংগীত শিল্পী অচিন্ত কুমার দাশ, সুকুমার দে, সংগীত শিল্পী চন্দনা চক্রবর্তী, মৌ চৌধুরী, বেবী মজুমদার নুপুর, পাপড়ী বৈরগী, গাজী মাজাহারুল ইসলাম, মেহেদী হাসান জীম, রোকেয়া বেগম, নারী উদ্যোক্তা সুপর্ণ মুৎসুদ্দি শুক্লা, নারায়ন দাশ, সংগীত শিল্পী জুয়েল দ্বীপ, কবি ইমরান সোহেল, এডভোকেট অসমিত চক্রবর্ত্তী অমিত, জসিম উদ্দিন চৌধুরী, তানিয়া সুলতানা, কবি শেখ ফারুক, কানু কুমার দে, জয় দত্ত দিপ্ত, আরিফ, রুপনা দাশ, মোবারক হোসেন ভূঁইয়া, নরেশ দাশ, ডা: মুজিবুর রহমান, মোহাম্মদ চৌধুরী, উমা আচার্য্য, উর্মি সরকার, কৃত্তিকা চক্রবর্তী, বেলায়েত হোসেন, ফরিদুল আলম মিল্লাত, নূর মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video