ঢাকা , সোমবার, ২০২৪ Jun ২৪, ১০ আষাঢ় ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

আশশেফা হাসপাতাল:ডেলিভারিতে চিকিৎসার অবহেলার অভিযোগে তদন্ত কমিটি

সাতকানিয়া, প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ২৯, ০২:৩৪ অপরাহ্ন
#

চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে ব্যঙ্গের ছাতার মত গড়ে ওঠা অদক্ষ নার্স দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে শিরোনামে বেশ কয়েকবার জাতীয় দৈনিক সকালের সময়, স্থানীয় পত্রিকা চট্টগ্রাম সংবাদ,জাতীয় দৈনিক দেশ বর্তমান পত্রিকায় সংবাদ পরিবেশন করে আসছিলো, তারই মাঝে একই ইস্যু নিয়ে নরমাল ডেলিভারিতে চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যু হলে -পত্রিকার সংবাদ আর বাস্তবের ঘটনা!দু-ই মিলে চাউর হয় ডাক্তার ও নার্সদের অবহেলার বিষয়টি।

এরই মাঝে উপজেলার ছদাহার এক ভুক্তভোগী চিকিৎসা কাজে অবহেলায় এক নবজাতকের মৃত্যুর কথা উল্লেখপূর্বক সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে কেরানীহাটের বেসরকারী হাসপাতাল -আশশেফা হাসপাতালে কর্মরত এক ডাক্তার ও রোকেয়া বেগম নামে এক সিনিয়র নার্সের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আজ ২৯শে মে(বুধবার ) নরমাল ডেলিভারীতে এক ডাক্তার ও অদক্ষ প্রশিক্ষণ বিহীন এক নার্সের অবহেলার কারণে ছদাহা এলাকার এক  নবজাতক পুত্র সন্তানের মৃত্যুর  অভিযোগে শুনানী শেষে অভিযুক্ত  আশশেফা  হাসপাতালের বিরুদ্ধে এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

এদিকে ইউএনও মিল্টন বিশ্বাসের বরাত দিয়ে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমীর ফয়সল  প্রতিবেদককে বলেন,গত ৭ই মে দুপুর আড়াইটার সময় ছদাহার এক মহিলার নরমাল ডেলিভারীতে অবহেলায় নবজাতকের মৃত্যুর কথা উল্লেখ করে চিকিৎসার কাগজপত্রসহ এবং আশশেফা হাসপাতাল ও অন্যান্য প্রাইভেট হাসপাতালের অদক্ষ নার্স দ্বারা চিকিৎসা বিষয়ক দৈনিক সকালের সময় এর একটি পত্রিকা এবং চট্টগ্রাম সংবাদ পত্রিকাসহ মোট ২টি পত্রিকার কাটিং সংযুক্তি করে, 

আশশেফার একজন মহিলা ডাক্তার ও অদক্ষ নার্স রোকেয়া বেগমের বিরুদ্ধে মহিন নামে এক ব্যক্তি  গত ১৯শে মে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়।

ওই অভিযোগের এক শুনানি শেষে আজ কেরানীহাট আশশেফা হাসপাতালের বিরুদ্ধে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩জন বিশিষ্ট কমিটি গঠন করে ঘটনায় ডাক্তার এবং নার্সের অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আগামী এক সপ্তাহের ভেতর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

একই সাথে আশশেফা হাসপাতালে অবহেলার অভিযোগে উল্লেখিত নার্স রোকেয়া বেগমের নার্সিং শিক্ষাসনদসহ  চাকুরীতে যোগদানের সকল কাগজপত্র খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ প্রদান করেন।

সাতকানিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গোলাম সরোয়ারকে প্রতিদিন সাতকানিয়া আশশেফা হাসপাতালের চিকিৎসা সেবার আপডেট দেয়ার জন্যও নির্দেশ প্রদান করেন।

এদিকে সাতকানিয়া আশশেফা হাসপাতালের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা ছদাহার বাসিন্দা মো:মহিন বলেন,এই আশশেফা হাসপাতালে কর্মরত রোকেয়া বেগমের পৈশাচিক আচরণের কারণে আমার বোনের ছেলেটা মারা যায়,আর আরেকজন ডাক্তারও এটাতে জড়িত।

আশশেফার ম্যানেজার বিষয়টি আঁচ করতে পেরে আমার থেকে নরমাল ডেলিভারির খরচ ৬হাজার টাকা তারা নেয়নি,আমাদের বলেছে চিকিৎসার অবহেলার কারণে বাচ্চা মারা যাওয়ার ঘটনাটি আমরা ২দিন পরে বসে শেষ করব এখন বাচ্চাটিকে দাফন করেন সমস্যা নেই।

এই আশ্বাসে আমরা চলে আসি,কিন্তু ২দিন পর গেলে আশশেফার ম্যানেজার আর আমাকে চেনেনা,তখন আমি বিষয়টা আমাদের এলাকার কয়েকজনকে জানালে তারা আমাকে আশশেফার বিরুদ্ধেসহ বেশকয়েকটি প্রাইভেট ক্লিনিকের অদক্ষ নার্স নিয়ে নিউজ করা পত্রিকা কম্পিউটার থেকে বের করে ইউএনও স্যার বরাবর লিখিত অভিযোগ দিতে বল্লে আমি সেটা করি।

আমি চাই আমাদের মত আর কারো বুক খালি না হয়, আমার বোনের ৩টা মেয়ের পরে যে বাচ্চাটা ছেলে হলো সেটাকেই তারা মেরে ফেলছে।

আমি অবহেলার দায়ে আমার ভাগনে হারানোর বিচার চাই উপজেলা প্রশাসন থেকে।

উল্লেখ্য:সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে মাসোহারা দিয়ে এই জনপদে অনিয়মের উপর ভর করে ক্লিনিকের মাধ্যমে কা়ঁচা টাকার বানিজ্য করে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video