চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১লা মার্চ (শনিবার) দুপুরে চন্দনাইশ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের বুলার তালুক এলাকায় আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে ও আলহাজ্ব লায়ন রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে প্রায় ২ হাজার পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌর এলডিপির গণতান্ত্রিক যুবদল সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক তালুকদার, ওসমান গনি, আবু তাহের প্রমুখ।
এসময় রফিকুল ইসলাম বলেন, "মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটি সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে।"
এই মাহে রমজানকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে পৌরসভার ৮নং ওয়ার্ডের প্রায় ২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল আলু, সয়াবিন তেল, পেঁয়াজ, ছোলা, খেসারি ডাল, মসুর ডাল ও লবণ।
তিনি আরও বলেন, "আপনারা যারা আজকে ইফতার সামগ্রী নিতে এসেছেন বা বিভিন্ন সময়ে আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের কাছ থেকে সাহায্য-সহযোগিতা পেয়েছেন, আপনারা সবাই আমার বাবা-মা ও পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সব সময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি।"
মন্তব্য করুন