ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ৭.৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৭, ০১:১৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারায় সাড়ে ৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা গহিরার সাঙ্গু স্টেশন পল্টুনে এসব নিষিদ্ধ জাল ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক। এ সময় মৎস্য অফিসের কর্মচারীবৃন্দসহ সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় ও পিও সহযোগীগণ উপস্থিত ছিলেন।

এর আগে সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়। অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ২টি উপকূলীয় বেহুন্দি জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য ৪২ হাজার মিটার। এসব জালের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক বলেন, "অবৈধ কারেন্ট জাল, উপকূলীয় বেহুন্দি জাল ও চরঘেরা জাল দিয়ে মাছ শিকার করলে সামুদ্রিক মাছসহ মাছের পোনা হুমকির মুখে পড়ে। যার ফলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন ক্রমশ কমছে। আমরা নিয়মিত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছি। অবৈধ জাল অপসারণের অভিযান অব্যাহত থাকবে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video