ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় সেনাবাহিনীর হাতে ব্যাংক ডাকাতির আসামি ট্যাটু সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ নভেম্বর ২৬, ০১:৪৪ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনীর একটি টিম। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ সোহেল প্রকাশ ট্যাটু সোহেল (২৫) চাতরী মহতরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় একাধিক ডাকাতি ও ব্যাংক ডাকাতির মামলা রয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর টহল চলাকালীন সময়ে গাড়ি দেখে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। ওই সময় ধাওয়া করে ট্যাটু সোহেলকে আটক করা হয়। পরবর্তীতে জানা যায় তারা ডাকাতির পরিকল্পনা করছিলো। আটককৃত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য। ট্যাটু সোহেলকে দীর্ঘদিন যাবত পুলিশ খুঁজছে।

আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, একাধিক ডাকাতি মামলার আসামি ট্যাটু সোহেলকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video