ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ০৬:২৪ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১ মার্চ) ভোর রাতে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে মো. আ. ফরহান পিয়াল (২৫) এর গরুর ফার্ম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ডুমুরিয়া রুদুরা এলাকার ইমরান হোসেন রাসেল (২৫), মো. আ. ফরহান পিয়াল (২৫) ও মো. ছোটন (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী রাত ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফার্মের উত্তর-পশ্চিম কোণে একটি চটের বস্তার ভেতর থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, "অস্ত্রসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video