ট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক শীর্ষ ডাকাত আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে মো. ইমরান (২৪) অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, উপজেলার ২নং বারশত ইউনিয়নের পশ্চিমচাল ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার আবু মিয়ার ছেলে আব্দুর রহিম ও তার পুত্র ইমরান হোসেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আব্দুর রহিম খুন, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ ৭টি মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালিত হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে বাড়ির পাশের পুকুর থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বন্দুক, ৮ রাউন্ড দেশীয় গুলি, চাপাতি, রামদা সহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, "আটককৃত ২জন এবং উদ্ধার হওয়া অস্ত্র আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।"
মন্তব্য করুন