ঢাকা , মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ১ মাঘ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় লাইসেন্সবিহীন ইটভাটাকে মোবাইল কোর্টের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০৯, ০৪:২৮ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারায় মোবাইল কোর্টের অভিযানে লাইসেন্স ছাড়া পরিচালিত এবিএম নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের এবিএম ইটভাটায় জেলা প্রশাসকের অনুমোদিত লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।

মোবাইল কোর্টের কার্যক্রম চলাকালে ইটভাটার মালিক মো. শামসুল আলমকে জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে লাইসেন্স গ্রহণের জন্য দুই মাসের সময়সীমা নির্ধারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, "এমবিএম ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায়, তাদের জেলা প্রশাসকের লাইসেন্স নেই। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স গ্রহণের জন্য দুই মাসের সময়সীমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।"

মোবাইল কোর্ট পরিচালনার সময় আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video