চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা প্রশাসনের অভিযানে যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন এবং পাঁচজনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার চাতরি চৌমুহনী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সম্পর্কে তিনি বলেন, যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে রোড ডিভাইডারের ব্যবস্থা করা হয়েছে এবং রোড ডিভাইডার বসানোর জন্য আরও কিছু স্পট নির্ধারণ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ অবৈধ হকার উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাসস্টপের জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয়।
মন্তব্য করুন