চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। "সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প" এর সহযোগিতায় উপজেলা মৎস্য দপ্তর এই প্রশিক্ষণ প্রদান করে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সামুদ্রিক মৎস্য নৌযান মালিক এবং মাঝিদের নিয়ে "মাছের আহরণ-পরবর্তী পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক" এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিটি ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে ১ম ব্যাচে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
প্রশিক্ষণে সঠিক মান সম্পন্ন মাছ ভোক্তার হাতে তুলে দেওয়ার জন্য করণীয় বিভিন্ন বিষয়ে হাতে কলমে শেখানো হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট চট্টগ্রাম বিভাগের উপপ্রকল্প পরিচালক, মিজানুর রহমান।
প্রশিক্ষক ও সমন্বয়ক হিসেবে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক এবং মেরিন ফিশারিজ অফিসার প্রীতম চৌধুরী।
মন্তব্য করুন