চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উত্তর সৈয়দ কুচাইয়া "বাইতুল করিম জামে মসজিদ"র পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে মুসল্লীরা।
শনিবার (১৬ নভেম্বর) আসরের নামাজের পর বারখাইন ইউনিয়নের মসজিদটির সামনে মুসল্লীদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন সুশৃঙ্খল ভাবে মসজিদ পরিচালনার কাজকর্ম পরিচালনা হয়ে আসছে। কয়েকদিন আগে থেকে একটি মহল বেআইনীভাবে মসজিদ পরিচালনার দায়িত্ব নিতে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকদিন আগে মিথ্যা সংবাদ সম্মেলন করে মহলটি। যা আমাদের মসজিদ এবং এলাকার সম্মান বিনষ্ট হয়েছে। মসজিদে সাথে কোনো রকম সম্পর্ক না থাকা সত্ত্বেও হঠাৎ করে এমন ষড়যন্ত্রের প্রতিবাদে আমাদের এই মানববন্ধন।
এসময় মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আনোয়ার সওদাগর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাজী মো. আহমদ ছফা, সাবেক ইউপি সদস্য মো. নিজাম, মো. ইউনুস, মোজাম্মেল হক ফারুক, মো. শওকত প্রমুখ।
মন্তব্য করুন