ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় 'বিজয় দৌড়' ম্যারাথন ও মিলনমেলার জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ১২:২৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা'র টানেল সড়কে আনোয়ারা ভিত্তিক সামাজিক সংগঠন 'সারা আনোয়ারা'র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা ও বার্ষিক মিলনমেলা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং বনভোজন।

শুক্রবার (১৩) ডিসেম্বর সকাল ৭টায় কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডে শিশু,কিশোর-যুবক ও বয়োজ্যেষ্ঠ মিলিয়ে এবারের আসরে অংশ নেন প্রায় ৪২৮ দৌড়বিদ।

মহান বিজয় দিবসকে সামনে রেখে বিজয় দৌড়ের আয়োজন করেছে সংগঠনটি। ভোর ৭টায় ৭.৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্যে শুরু হয় 'বিজয় দৌড়' ম্যারাথন-২০২৪।

ম্যারাথন'টি কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের চৌমুহনী গোল-চত্ত্বর থেকে শুরু হয়ে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রদক্ষিণ করে আনোয়ারা মোহাম্মদপুর মাঠে গিয়ে শেষ হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন প্রায় শতাধিক শিশু অ্যা থলে ইটও। জয় পরাজয়ের চেয়েও যাদের কাছে গুরুত্ব বেশি মনোবল বৃদ্ধি ও সুস্বাস্থ্যের।

৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথমস্থান বিজয়ী আয়াত , দ্বিতীয়স্থান বিজয়ী হৃদয় এবং তৃতীয় স্থান করেছেন মোহাম্মদ তাইফ। এছাড়াও চতুর্থস্থানে জাহিদুল ইসলাম নয়ন, পঞ্চম স্থানে মোহাম্মদ রাশেদ।এছাড়াও আরও ০৫ জনসহ সর্বমোট ১০ জন ফিনিশারকে পুরস্কৃত করা হয়।এবং আনোয়ারার সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক মানবিক ও ক্রীড়ার ৫২টি সংগঠনকে সৌজন্য স্মারক প্রদান করা হয়।

ম্যারাথনটিতে অংশগ্রহণকারীদের মাঝে ম্যাডেল এবং সংগঠনগুলোকে ক্রেস্ট প্রদান হয়৷ এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী। 

আয়োজকদের মতো অংশগ্রহণকারী দৌড়বিদরাও বার্তা দিয়েছেন মহান মুক্তিযুদ্ধের চেতনার। আর আয়োজনে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকায় প্রশংসায় ভাসিয়েছেন 'সারা আনোয়ারা'র এমন উদ্যোগকে।চেয়েছেন এমন আয়োজনের ধারাবাহিকতার।

পরে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী দিনব্যাপী বার্ষিক মিলনমেলা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং বনভোজন অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক মোরশেদ হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির শাহ সুমন, সারা আনোয়ারার সিনিয়র সহ-সভাপতি দ্রীপাল চন্দ্র শীল,মহিউদ্দীন মনজুর,শহিদ চৌধুরী, মুহিদুল ইসলাম,মাসুদ করিম,ওমর ফারুক প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video