ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় পীরখাইন ক্রিকেট ইলেভেনের নতুন জার্সি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ১৬, ০৬:১৫ অপরাহ্ন
#

আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল পীরখাইন ক্রিকেট ইলেভেনের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়েছে। গুজরা ক্রিকেট একাদশ এই টুর্নামেন্টের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জার্সি উন্মোচন করা হয়। খেলোয়াড়দের জার্সি উপহার দেন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)-এর সার্বিক সহযোগিতায় সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ কামরুল ইসলাম।

কামরুল ইসলাম বলেন, "যুব সমাজকে আমাদের পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। তাদের মেধা ও সৃজনশীলতা যাতে প্রকাশ করতে পারে, তার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। আনোয়ারা সাংবাদিক সমিতি তাদের সহকর্মীদের লেখনির মাধ্যমে আনোয়ারা ক্রীড়াঙ্গণে দারুণ ভূমিকা রাখছে। আজকের সহযোগিতাসহ মাদক নির্মূল, আনোয়ারা উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে আরো দারুণ ভূমিকা রাখবে বলে আশা করছি।"

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) সভাপতি এনামুল হক নাবিদ, পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মহিউদ্দিন বাবু, আনোয়ারা সাংবাদিক সমিতি দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের আনোয়ারা প্রতিনিধি রিয়াদ হোসেনসহ খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়া প্রতিনিধিরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video