ঢাকা , শুক্রবার, ২০২৫ সেপ্টেম্বর ১২, ২৮ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় পাহাড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ এপ্রিল ২৬, ০৭:৫৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়  পাহাড় থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার পাহাড় থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত যুবকের নাম মো. ইমন (২০)। তিনি ওই বটতলী ৫ নম্বর ওয়ার্ডের মো. ছৈয়দুল হকের ছেলে। সে আশ্রয়ণ প্রকল্পের ৫ নম্বর ঘরে বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বটতলী ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলী। তিনি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি পুলিশও আসতেছে। ছেলেটা মানসিক ভাবে অসুস্থ ছিলে বলে জানা গেছে।

এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ওরা আসলে বিস্তারিত জানতে পারব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video