ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগে অভিযান, ২৩৬ কেজি জব্দ

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২৭, ০৬:৩৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন রাখায় তিনটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন এবং চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল। সার্বিক সহায়তা প্রদান করেন গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, অভিযানে ২৩৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৩টি দোকান মালিককে ৩টি পৃথক মামলায় আট হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video