আনোয়ারায় চোর সন্দেহে আরফ আলী (৪০) নামে এক সিএনজি চালককে আটক করেছে টহল পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে ফজু তালুকদারের বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক আরফ আলী (৪০) কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নের দক্ষিণ শাহ মিরপুর এলাকার আবুল বশরের পুত্র।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে টহল পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় সিএনজিতে থাকা চোরের দলের সদস্যরা পালিয়ে গেলেও চালকসহ অটোরিকশাটি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, টহল পুলিশ একজনকে আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন