ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় গোয়ালঘরে অগ্নিকাণ্ড, গরুসহ সম্পদ পুড়ে ছাই

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ১১:৩৬ পূর্বাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় লক্ষাধিক টাকার গরু পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর গ্রামের বাচিয়ে'ব্বর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আমাতুর গোয়ালঘরে হঠাৎ আগুন ধরে যায়। এতে তার দেড় লক্ষাধিক টাকার গরু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে এক বৃদ্ধা আহত হয়েছেন বলেও জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মংসুইনু মারমা বলেন, "খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।"

আনোয়ারা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর বলেন, "এভাবে আগুনে পুড়ে একটি গরুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। খামারি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তাকে আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video