চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। অভিযুক্তরা তাকে পুড়িয়ে মারার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত গৃহবধূ বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—বছির আহমদ (৫০), মো. সাজ্জাদ (২০), ইয়াসমিন আক্তার (৪১), শাহারিতা বশির (১৮) ও ইয়ার মুহাম্মদ (৪০)। তারা সবাই গুয়াপঞ্চক ৫নং ওয়ার্ডের মীর আহমদ বাড়ির বাসিন্দা।
আহত শারমিন আক্তার অভিযোগে জানান, "আমি অনুমতি নিয়ে আমার ঘরের টিনের ওপর থেকে সীমানায় থাকা ইয়ার মুহাম্মদের গাছের ডাল কাটতে উঠলে অভিযুক্তরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে ও পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে তারা আমাকে টিন থেকে ফেলে দিলে আমি মারাত্মকভাবে আহত হই। প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা আমাকে পুড়িয়ে মারার হুমকি দেয়।"
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, "আমরা এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
মন্তব্য করুন