ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ০৬:০৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা থেকে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান বিস্ফোরক মামলার আসামি। এই মামলায় মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার শামসুল ইসলাম চৌধুরী (৭৬) বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদারের বাড়ির মৃত শাহাব মিয়ার ছেলে। শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের আসামি করা হয়। এরপর সব চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলেও বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম নিজ এলাকায় ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও যেতেন। গেল নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ১৫ নম্বর আসামি বরুমচড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম। তালিকাভুক্ত এই আসামীকে মঙ্গলবার দুপুরে বরুমচড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video