ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারা উপজেলায় গরু চুরি, মা-মেয়ে-ছেলে সহ ৫ চোর আটক

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২৮, ০৬:৩২ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫ গরু চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের দেলা মিয়ার পুত্র নেজাম উদ্দিন (২৬), পটিয়া উপজেলার দক্ষিণ বুশশি গ্রামের জসিম উদ্দিনের পুত্র বাবলু (২৫) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মোঃ রাশেদ (২৫), মোঃ ইয়াছমিন (৫৫), ফাতেমা আক্তার (২২)। শেষের তিনজন সম্পর্কে মা-মেয়ে-ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৈরাগ ইউনিয়নের খানবাড়ি এলাকার নুর মুহাম্মদ (৫৮) এর গরুর বাচুর চুরি করে নিয়ে যায় আটককৃতরা। এ সময় স্থানীয়রা ধাওয়া করে পার্শ্ববর্তী বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় তাদের একটি সিএনজিসহ আটক করে। পরে থানায় খবর দিয়ে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, "গরু চোরদের আটক করে থানায় আনা হয়েছে। চোরাই কাজে ব্যবহারিত একটি সিএনজি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video