ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারা জামায়াতে ইসলামীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১১, ০৩:৩১ অপরাহ্ন
#

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নতুন আমীর নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. আব্দুল গনি।

গত সোমবার রাতে চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা আমীর হিসেবে শপথ নিয়েছেন তিনি ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান নির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করেন। এ সময় জামায়াতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

আনোয়ারা উপজেলার রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি জামায়াতের উপজেলা আমির নির্বাচিত হন। তিনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video