ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

আদালতের নির্দেশ উপেক্ষা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৭, ০৫:৩১ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ওঠেছে এক ভূমি দস্যুর বিরুদ্ধে। উপজেলার বটতলী ইউনিয়নের চাপাঁতলী গ্রামে রহমত উল্লাহ নামের এক স্থানীয়র বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। অভিযুক্ত রহমত উল্লাহ  বিরোধপূর্ণ জায়গায় গত এক সপ্তাহ ধরে জোর পূর্বক ভবন নির্মাণ করার পাঁয়তারা করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তেও তোয়াক্কা করছে না পুলিশ প্রশাসন ও আইন আদালতের। খোঁজ নিয়ে জানা যায়,  উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের চাপাঁতলী গ্রামের সেলিম উল্লাহ গং এর জায়গায় জোর পূর্বক ভবন নির্মাণ করছে রহমত উল্লাহ। বিরোধপূর্ণ জায়গায় সে ভবন নির্মাণ করছে বলে জানায় ভুক্তভোগীরা। এদিকে ভুক্তভোগীরা ভূমির বিরোধের নিষ্পত্তি চেয়ে এর মধ্যে আদালতের দারস্থ হোন। এই জায়গায় একাধিক মামলা চলমান থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে ভবন নির্মাণ করছে তারা।এদিকে রহমত উল্লাহ জোরপূর্বক ভবন নির্মাণ করলে আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা মামলা নং ৬৭২২। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী মিস মামলা করেন ভুক্তভোগীরা। যার মামলা নং ১৮৬। সেখানে রহমত উল্লাহ, নাজোয়ারা বেগম ও মোহাম্মদ ইছমাইলকে বিবাদী করা হয়। আদালতে নোটিশের মাধ্যমে বিরোধপূর্ণ জায়গায় সব কাজ বন্ধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশানকে নির্দেশ দেওয়া হয়। সরেজমিন দেখা যায়, রহমত উল্লাহ প্রভাব কাটিয়ে জোরপূর্বক জায়গা দখল নিতে দেয়াল নির্মাণ করছে। পুলিশ বাঁধা দিলেও পরে তারা আবার কাজ শুরু করছে। এনিয়ে এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে। ভুক্তভোগী সোলাইমান খাঁন বলেন, আমাদের মুরসি জায়গায় রহমত উল্লাহরা জোর পূর্বক আমাদের জায়গা দখল নিতে মরিয়ে হয়ে ওঠেছে। আমরা আইনের দারস্থ হয়েছি। কিন্তু পুলিশ প্রশানের কোন সহযোগিতা পাচ্ছি না। মামলার তদন্ত কর্মকর্তা কাজ বন্ধ না করে উল্টো দেয়াল নির্মাণে তাদের সহযোগিতা করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীরকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। পরে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video