নাতে রাসুল (দঃ) প্রতিযোগিতার মধ্য দিয়ে আজব নুর বেগম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ রহিম বাদশার সভাপতিত্বে সামাজিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি'র হলরুমে রোববার সম্পন্ন হয়েছে।
এতে অতিথি ছিলেন জাগৃতি'র সভাপতি মো. ওসমান, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান পল্লি চিকিৎসক লায়ন হাফিজুর রহমান, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আরিফুর ইসলাম চৌধুরী আজম, ফাউন্ডেশনের উপদেষ্টা ইরফান চৌধুরী নিশাত, প্রধান পরিচালক রাশেদুল ইসলাম রুবেল, বাংলাদেশ আছ ছিদ্দিক সংস্থার চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীন ছিদ্দিকী, সুজানগর গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (রহঃ) মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নাছির উদ্দীন ছিদ্দিক, মানবতার কল্যাণে আমরা সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জুবায়ের, হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্সের সভাপতি ওসমান গনি, মানবসেবায় হোক আমাদের অহংকার বাংলাদেশে'র চেয়ারম্যান মোহাম্মদ শাহীন রেজা, জে আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান ওমর ফারুক জিসান, মানবতার কর্ণধারের পরিচালক সাদিয়া ইসলাম, আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের আজীবন সদস্য মোহাম্মদ ওমর উদ্দীন অভি, জিহাদুল ইসলাম, মোজাম্মেল, মোবারক, আরাফাত শাকিল সিকদার, নায়মুল হাসান, সাইমুন আফনান রুমকি, মিফতা প্রমুখ।
মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় নাতে রাসুল (দঃ) প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সাইমুন আফনান রুমকি, নায়মুল ইসলাম ও শাকিল সিকদার।
মন্তব্য করুন