অলিকুল সম্রাট গাউছে মুখতার হযরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবী (র.) এর ২৫তম ও তার প্রধান খাদেম শাহছুফী সৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক আল কদলপুরীর ৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ৩রা রমজান ৪ঠা মার্চ মঙ্গলবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কদলপুর পরীরদিঘীরপাড়স্থ খানকায়ে শাহ্ মালেকীয়া দরবারে কুতুবদিয়া খাদেম মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল মালেক আল কদলপুরীর সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত হোসেন ও কদলপুর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার অর্থসচিব এস এম আখতার হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে ওরশ উপলক্ষে আয়োজিত কর্মসূচি ছিল সকালে পবিত্র খতমে কোরআন, বাদে যোহর মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, বাদে আসর পবিত্র খতমে গাউছিয়া এবং মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত শেষে সকলের মাঝে তবারুক ও ইফতারি পরিবেশন করা হয়।
ওরশ উপলক্ষে আয়োজিত মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বেতাগী জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী।
উপস্থিত ছিলেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মোস্তাক আল কাদেরী, গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন আল কাদের, আধার মানিক হাফেজিয়া মনিরুল মোস্তফা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহ আলম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাউজান উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা জিল্লুর রহমান হাবিবী, হাছি ফকির সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ রেজাউল কবির, কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মঞ্জুরুল আলম আল কাদেরী, মাওলানা কাজী মোহাম্মদ খোরশেদুল আলম, মাওলানা কাজী শওকত হোসেন আল কাদেরী, মাওলানা আব্দুল করিম চৌধুরী, শাহদুল্লাহ কাজীর বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ওবাইদুল মোস্তফা, মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু বকর কাদেরী, মাওলানা রিদোয়ান হোসেন কাদেরী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুস সবুর, জামেয়ার কৃতি শিক্ষার্থী মাইনুল মোস্তফা মিনহাজসহ বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন