নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ২৮, ১০:৫৩ অপরাহ্ন
#
হাটহাজারীতে রাস্তার ওপর তৈরি করা দেয়াল অবশেষে দুই দিন পর সরানো হচ্ছে । গত ২৬ মার্চ দুপুরে হেফাজত ইসলামের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ দেয়াল তৈরি করে হাটহাজারী-চট্টগ্রাম সড়কে ব্যারিকেড দেয়।
রোববার ( ২৮ মার্চ) রাতে হেফাজত ইসলামের কর্মীরা স্বেচ্ছায় এ ব্যারিকেড সরিয়ে নেয়।
প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ব্যারিকেড তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হেফাজত ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস।
তিনি বলেন, অবরোধ তুলে নেওয়া হচ্ছে। রাতের মধ্যে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
রাস্তায় দেওয়া ব্যারিকেড সরিয়ে নেওয়া হচ্ছে। আশা করছি রাতের মধ্যেই এই সড়কে
যান চলাচল স্বাভাবিক হবে।
এরআগে বিকেলে বিক্ষোভ করে হেফাজত নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এসময় হরতাল সফল হয়েছে বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন