ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

ICMT কম্পিউটার একাডেমির পরীক্ষায় ১১০ জন প্রশিক্ষণার্থী অংশ নিলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ০১:০৮ অপরাহ্ন
#

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত WIT ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ICMT কম্পিউটার একাডেমির ৩ মাস, ৬ মাস ও ১ বছর মেয়াদি শর্ট কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রানীহাট ডিগ্রী কলেজের কলা ভবনে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবং ১১টায় শেষ হয়। পরীক্ষায় ১১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের রিজিওনাল পরিচালক ও ইনস্টিটিউট অব কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজি (ICMT)-এর পরিচালক শিহাব উদ্দিন খালেদ, বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী মুহাম্মদ দিদারুল আলম, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার হাদিস প্রভাষক এইচ এম তারেক হোসাইন, ICMT-র অফিস এক্সিকিউটিভ মুহাম্মদ রুবেল, শিক্ষার্থীর অভিভাবক হানিফ তালুকদার।

ICMT-র পরিচালক শিহাব উদ্দিন খালেদ বলেন, “আমাদের ICMT কম্পিউটার একাডেমি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এতদঞ্চলের এই পর্যন্ত প্রায় ৪ হাজার প্রশিক্ষণার্থীকে কম্পিউটার ও আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে সক্ষম হয়েছি। বর্তমানে তাদের মধ্যে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত।

অনেক মেধাবী ও গরিব প্রশিক্ষণার্থীদের ফ্রিতে কম্পিউটার ও আইটি শিক্ষা প্রদান করে আসছি। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের পর পরীক্ষার মাধ্যমে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন কর্তৃক সনদ প্রদান করা হয়, যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video