ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

দেশজুড়ে

প্রকাশ্যে দিবালোকে গুড়িয়ে দিল বসতভিটা খামার উল্টো কারাগারে বিএনপি নেতা

সীতাকুণ্ড আওয়ামীলীগ নেতার দাপট


প্রকাশিত : বুধবার, ২০২৪ নভেম্বর ১৩, ০২:৪০ অপরাহ্ন
#

সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতার দাপটে দিনে দুপুরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে খামার ও বসতভিটা গুড়িয়ে  দেওয়ার পর উল্টো মামলা দিয়ে ভুক্তভোগী বিএনপি সমর্থিত ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা  মামলা করে কারাগারে প্রেরণ করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিএনপি সমর্থিত ভুক্তভোগী হচ্ছেন সীতাকুণ্ডের ৪ নং মুরাদপুর ইউনিয়নের ফকির হাট বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার শহিদুল ইসলাম বাবুল । বর্তমানে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।  
সোমবার (১১ নভেম্বর) মামলার পরপরই গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে ।
প্রত্যক্ষদর্শীরা জানান,  প্রতিদিনের মতো সকালে কেউ গরুকে ঘাস দিচ্ছে কেউ মুরগীর যত্ন নিচ্ছে। এসময় দানব আকৃতির একটি স্কেভেটর এসে চোখের পলকে সব মাটির সাথে মিশিয়ে দেয়। সেই ঘটনায় উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা হাজাতে প্রেরণ করে পুর্বের আওয়ামী  স্বৈরাচারী পতিত সরকারের জুলুম নির্যাতনের পরিচয় দিয়েছে পুলিশ। এটি একদিকে যেমন চরম অমানবিক পুলিশিংয়ের পরিচয় দিয়েছে পাশাপাশি আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর মত ধৃষ্টার পরিচয় দিয়েছে।
উল্লেখ্য গত ২ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শফিউল আলমের নেতৃত্বে ৭০/৮০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এ হামলা চালায়। দিনে দুপুরে এমন জবর দখল দেখে এলাকাবাসীর মধ্যে ভীতি কাজ করছে। ভুক্তভোগী শহীদুল ইসলাম বাবুল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ এসকান্দর মিয়া প্রকাশ কানুর গরুর খামার ও মুরগির খামারে একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। এসময় এস্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে তছনছ করে দেয়। তারা ফার্মের আশপাশে বিভিন্ন প্রজাতির বড় বড় মূল্যবান গাছ গুলো কেটে ফেলে। বড় বড় ইউকালেক্টর, গর্জন, সেগুন, আকাশি, মেহগুনি, গামারি, আম ও নারকেল গাছগুলোর মধ্যে অধিকাংশ মূল্যবান গাছ কাটারদিয়ে  কেটে সাবার কওে দিয়েছে।  সন্ত্রাসীরা ধ্বংসযজ্ঞ চালানোর আগে ফার্মের আশপাশের ভাড়াটিয়াদের জোরপূর্বক তাড়িয়ে দেয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞ চালানোর শেষে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই জায়গার কিছু অংশ নিয়ে ২০২০ সাল থেকে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এদিকে এসকান্দরের ভাই ক্ষতিগ্রস্থ বিএনপি সমর্থিত শহিদুল ইসলাম বাবুল বলেন, বিজ্ঞ আদালতের উচ্ছেদ মামলা ছাড়া কিভাবে প্রকাশ্যে দিবালোকে  কোটিপতি আওয়ামী প্রভাবশালী নেতা শফিউল আলমের ভাড়া করা শত শত বহিরাগত লোক দিয়ে তাণ্ডব চালিয়েছে।
স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, বিরোধপূর্ণ আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের জায়গাটির উপর একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের কু নজর পড়েছে।  
 এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, এ ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video