মেহেরপুরের চাঞ্চল্যকর জামায়াত নেতা মো. সাইফুল ইসলাম হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুই দিনের জেলগেট রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর জেলা কারাগার থেকে ফরহাদ হোসেনকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার শুনানি শেষে তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন একইসঙ্গে তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত জামায়াত নেতা মো. সাইফুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা থেকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয় ফরহাদ হোসেনকে। সড়কপথে প্রিজনভ্যানে করে তাকে নিয়ে আসা হয় এবং এ সময় শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আদালতে তোলার সময়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাবের অভিযানে গ্রেফতার হন তিনি। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যা মামলা ছাড়াও জুলাই-আগস্ট মাসে দায়ের হওয়া একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ফরহাদ হোসেন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন