ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

রাজনৈতিক উত্তেজনায় শ্যামনগরে শান্তি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ২২, ০৫:৩৪ অপরাহ্ন
#

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের তীব্র উত্তেজনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই নির্দেশনা দেয়া হয়।

বিএনপির উপজেলা ও পৌর কমিটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শ্যামনগরে উত্তেজনা চলছিল। এরই মধ্যে মঙ্গলবার নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

বুধবার, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ বাস টার্মিনালে একটি শান্তি সমাবেশের আয়োজন করে। তবে এই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ। এর ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

শেষ খবর অনুযায়ী, শ্যামনগরে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শ্যামনগর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video