ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

দেশজুড়ে

ব্যাটারি রিকশাচালকদের বিক্ষোভে আগারগাঁওয়ে সড়ক অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ নভেম্বর ২৫, ০২:১১ অপরাহ্ন
#

রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এ আন্দোলন চলছে তাদের। ফলে আপাতত আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া গণমাধ্যমকে বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি।  

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video