ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: ঢাকা মহানগর ও কলেজ শাখাসহ ১১টি ইউনিটে পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ০৫:০২ অপরাহ্ন
#

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বিএনপির সহযোগী এই ছাত্র সংগঠনটি তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এসব কমিটি ঘোষণা করে।

নতুন কমিটি পাওয়া ইউনিটগুলো হলো: ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ এবং তেজগাঁও কলেজ।

ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটিগুলো অনুমোদন করেছেন।

ঢাকা মহানগর উত্তর শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান লিপকন। ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। পূর্ব শাখার সভাপতি হয়েছেন মো. সোহাগ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদার। পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ রবিন খান এবং সাধারণ সম্পাদক মো. আকরাম আহমেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন। ঢাকা কলেজ শাখায় আহ্বায়ক পিয়াল হাসান এবং সদস্য সচিব মো. মিল্লাত হোসেন। তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক হয়েছেন ইমাম হোসেন এবং সদস্য সচিব সেলিম রেজা। কবি নজরুল কলেজে আহ্বায়ক হয়েছেন ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান।

এছাড়া তেজগাঁও কলেজ শাখার ৩২ সদস্য বিশিষ্ট কমিটিতে তরুণ মোর্শেদ আহ্বায়ক এবং মো. সেলিম হোসেন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video