ঢাকা , শুক্রবার, ২০২৫ মে ০৯, ২৬ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

পুলিশের পোশাক পরে সড়কে চাঁদাবাজি, ধরলো জনতা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ মে ১৩, ০১:০৬ অপরাহ্ন
#
পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করতে গিয়ে আটক হন দুই যুবক

রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১২ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকা থেকে তাদের আটকের পর আহলাদিপুর হাইওয়ে থানায় সোপর্দ করেন স্থানীয়রা।

আটকরা হলেন- সদর উপজেলার বিচিত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে জুনায়েদ পাটোয়ারী ও মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সৌরব হোসেন।

jagonews24

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরা অবস্থায় হাইওয়ে পুলিশ পরিচয়ে সড়কে গাড়ি আটকে কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করছিলেন দুই যুবক। আচরণ ও কথাবার্তা সন্দেহ হওয়ায় দুজনকে আটক করেন স্থানীয় জনতা।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video