ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৩:১১ অপরাহ্ন
#

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর সরকার মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুই পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটায় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীরা কেউই ইজতেমা ময়দানে প্রবেশ করতে পারবে না। এছাড়া ধর্মীয় বিশৃঙ্খলা এড়াতে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে, মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তিনজন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে একজন মারা যান ঢাকা মেডিকেলে। নিহতরা হলেন কিশোরগঞ্জের বাচ্চু মিয়া (৭০), বেলাল হোসেন (৬০) এবং বগুড়ার তাইজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদপন্থী মুসল্লিরা ২০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের ইজতেমা অনুষ্ঠানের জন্য ময়দানে প্রবেশ করতে চেষ্টা করছিলেন। তবে জুবায়েরপন্থীরা মাঠে আগে থেকেই অবস্থান করে তাদের প্রবেশ আটকে দেয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video