ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

ঝালকাঠিতে পৃথক পৃথক অভিযানে গাঁজা গাছ সহ আটক দুই যুবক

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ০৫:০৬ অপরাহ্ন
#

ঝালকাঠি জেলার রাজাপুরে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব কানুদাসকাঠি গ্রামের একটি বসতঘরের পেছনে সবজি ক্ষেতে রোপণ করা ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঘটনার সাথে জড়িত ব্যক্তি এবং ক্ষেতের মালিক আব্দুর রহমান (২৪) কে আটক করা হয়েছে। তিনি পূর্ব কানুদাসকাঠি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

অন্যদিকে একই উপজেলার কানুদাসকাঠি গ্রামের নলবুনিয়া বাজারের ওবায়দুল সিকদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩০০ গ্রাম গাঁজা সহ জামাল হাওলাদার ছোট্ট (৩৪) নামের আরেক যুবককে আটক করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video