ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

দেশজুড়ে

জামায়াত ইসলামী দেশ থেকে সব ধরণের বৈষম্য দুর করতে চায়-আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ১০, ০২:৩১ অপরাহ্ন
#

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার বলেছেন,গত ৫২ বছরে বার বার ক্ষমতার পালাবদল হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। শ্রমিকদেরকে সিড়ি বানিয়ে ক্ষমতা এসেছে কিন্তু ক্ষমতায় এসে তারা শ্রমিকদের শোষণ করেছে এবং অধিকারকে কলঙ্কিত করেছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'বাংলাদেশ বিভিন্ন সম্পদে ভরপুর। এসব সম্পদের সুষম বন্টন না করে গুটিকয়েক দুর্নীতিবাজ রাজনীতিবিদ, দুর্নীতিপরায়ণ নেতা শ্রমিকদের শোষণ করে তাদের আখের গুছিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো শ্রমিকদেরকে শোষণ করা চলবে না। শ্রমিকদেরকে তাদের অধিকার বুঝিয়ে দিতে হবেই। শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতৃত্বে শ্রমিকদের অধিকার বুঝিয়ে নেবে।'

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি উপজেলার সভাপতি মোঃ নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াত সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন, প্রধান বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি জেনারেল মুহাম্মদ লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ ফজলুল করিম, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দীন আজাদ, ফটিকছড়ি জামায়াতের আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদার,নায়েবে আমীর অ্যাডভোকেট  মুহাম্মদ ইসমাঈল গণি, জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, মুহাম্মদ আব্দুর রহিম, শ্রমিক কল্যান ফেডারেশন ফটিকছড়ি থানার সেক্রেটারি গাজী মো. বেলাল উদ্দিন প্রমুখ।

জামায়াতের পাইন্দং ইউনিয়ন সেক্রেটারি এরশাদ উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট  আলমগীর মুহাম্মদ ইউনুস, লন্ডন প্রবাসী মাসুদুর রহমান, আনোয়ারুল আজিম, শ্রমিক নেতা লোকমান চৌধুরী, ইব্রাহীম খলিল, ওসমান গণি প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video