ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

জামালপুরে ছাত্র আন্দোলনের বিক্ষোভে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ২৬, ০৪:৪৬ অপরাহ্ন
#

জামালপুরে মুজিববাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে এসে অবস্থান নেয় তারা।

বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। এর প্রতিবাদে তারা দয়াময়ী চত্বরে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা রাঘব বোয়ালদের গ্রেফতার না করাসহ চুনোপুঁটি গ্রেফতার করে জামিন দেওয়ার প্রতিবাদ জানায়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

জামালপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, "নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন সময় মিছিল করছে। দুই দিন আগেও আওয়ামী লীগের ব্যানারে মিছিল হয়েছে। প্রশাসন এর দায় এড়াতে পারে না। রাঘব বোয়ালদের গ্রেফতার না করে চুনোপুঁটি ধরছে এবং তাদের জামিন দিচ্ছে। ফ্যাসিস্টদের আমরা ছাড় দেব না।"

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video