ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

দেশজুড়ে

চন্দনাইশ বরমা কলেজে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : সোমবার, ২০২৪ নভেম্বর ১১, ০৪:৪৮ অপরাহ্ন
#

চট্টগ্রামের চন্দনাইশে বরমা কলেজে ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেরা ১১টা থেকে কলেজে ব‍্যবস্থাপনায় বরমা কলেজের ছাত্র -ছাত্রী ও অভিভাবক সমাবেশ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বরমা কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি )'র প্রেসিডেন্ট ও সাবেক যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.কর্ণেল অলি আহমদ বীর বিক্রম। কলেজ শিক্ষক মাহমুদুর রহমান ও আবুল মনছুর এর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক মো. ওমর ফারুক,কলেজ গভর্নিং বর্ডির সদস্য মাহমুদ বিন কাসেম,চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন,চন্দনাইশ উপজেলা এলডিপি'র সভাপতি মোতাহের হোসেন,চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আয়ুব কুতুবী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির,উপজেলা এলডিপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা,বরমা উন্নতমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আকতারসহ স্থানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,কলেজের শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বরমা এলাকাটি একটি ঐতিহাসিক জায়গা। ব্রিটিশ আমল থেকে এটি খুব পরিচিত। কারণ এই বরমা এলাকায় ইসলামাবাদ,ভাষা সৈনিক পিন্সিপাল আবুল কাশেমসহ অনেক কৃতিমান মানুষের জম্ম হয়েছে। তাদের আলোয় এই বরমা এলাকাটি আলোকিত হয়েছে। একসময় এই বরমা এলাকার সাথে কেউ আত্মীয়তা করতো না। কারণ এখানে বর্ষাকালে আসতে হলে পরনের কাপর খুলে তারপর আসতে হত। আমি যখন সর্বময় ক্ষমতার অধিকারী ছিলাম তখন চন্দনাইশ নামে কোন থানা ছিল না। আমরা ছিলাম পটিয়ার একটি অংশ। এই এলাকায় তখন কোন বিদ্যুৎ ছিল না,স্কুল কলেজ ছিল না। আস্তে আস্তে থানা স্কুল-কলেজ সব করেছি। তিনি আরো বলেন চন্দনাইশবাসীর জন্য আমি অনেক করেছি। এখন আর পারছি না।

আল্লাহ নির্দেশ দিয়েছেন,তুমি আর নির্বাচন করবে না। জীবনের শেষ সময়ে আপনাদেরও একটা চিন্তা ছিল আমি চলে গেলে আপনাদের দায়িত্ব কে নিবে। চন্দনাইশে কোনো বাটপার,লাপাঙ্গা যদি দায়িত্ব নেয় তাহলে সব শেষ করে দেবে। সেজন্য আমি আমার ছেলেকে তৈরি করেছি। তাকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করিয়ে আপনাদের জন্য যোগ্য করে তুলেছি। বাংলাদেশে আমার কোন দুষমনও বলতে পারবে না,আমি দূর্নীতি কিংবা চাঁদাবাজি করেছি। আমি আমার ছেলেকেও সেভাবে গড়ে তুলেছি। আমার ছেলে অথবা আমার দলের কেউ যদি ভুল-ভ্রান্তি করে তাদের বিরুদ্ধে আমাকে সরাসরি অভিযোগ করতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video