ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

দেশজুড়ে

খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ১৬, ০১:৪৭ অপরাহ্ন
#

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, জয়া ত্রিপুরা ও ধনেশ্বর ত্রিপুরাকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ , বাংলাদেশ যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ উদ্যোগে গণ সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

 বিকেলে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সহযোগিতায় ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। শুরুতে সংবর্ধিত অতিথিদের উত্তরীয় রিসা, ফুল এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দও অতিথিদের শুভেচ্ছা জানান।  

নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, "আমাদের ত্রিপুরা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং ত্রিপুরা সম্প্রদায়ের খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়নে আমি চেষ্টা চালিয়ে যাব।"  

নবনিযুক্ত সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জয়া ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা ও প্রশান্ত কুমার ত্রিপুরা সকলেই তাদের বক্তব্যে ত্রিপুরা সমাজের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার স্বামী রিভেলিয়ন রোয়াজা এবং ত্রিপুরা কল্যাণ সংসদের উপদেষ্টা সুরেশ মোহন ত্রিপুরা। এছাড়া, সাম্প্রতিক ফুটশাল ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলের ত্রিপুরা খেলোয়াড়দেরও ক্রেস্ট প্রদান করা হয়।  

সংবর্ধিত খেলোয়াড়দের মধ্যে ছিলেন সচিমিতা ত্রিপুরা, লিসা ত্রিপুরা, কিতিং ত্রিপুরা এবং মেরি আইরিশ প্রাভেন্স ত্রিপুরা। ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ তাদের ঐতিহ্যবাহী রিসা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।  

সংবর্ধনা শেষে নবনিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আজীবন সদস্য হিসেবে ঘোষণা দিয়ে সনদপত্র প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video