দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অটো শ্রমিক কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান নৃশংস ও নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে অংশগ্রহণকারী শ্রমিকরা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন—আল আমিন, আবু বক্কর ছিদ্দিক, কবির হোসেন, সুমন বেপারীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আন্তর্জাতিক সংগঠনগুলো সব বিষয়ে সরব থাকলেও ফিলিস্তিন প্রসঙ্গে নীরব ভূমিকা পালন করছে। ইসরায়েলি আগ্রাসন থামাতে হলে জ্ঞান-বিজ্ঞান ও মানবিকতায় শক্তিশালী হতে হবে। সেই সঙ্গে ইসরায়েলের পণ্য বর্জনের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে রয়েছে। এই মানবতাবিরোধী ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে সোচ্চার হতে হবে এবং বাংলাদেশ সরকারকে জাতিসংঘে এই হত্যাযজ্ঞের বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে হবে।
মন্তব্য করুন