ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

দেশজুড়ে

কর্মবিরতি স্থগিত করল রেলওয়ে ট্রেন কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ নভেম্বর ২৫, ০১:১৪ অপরাহ্ন
#

বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কর্মবিরতি আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল অফিসের ডিটিএনএল (অতিরিক্ত দায়িত্ব সিটিএনএল) আতিকুর রহমান মোহাম্মদ সায়েদ।

তিনি জানান, রেলওয়ের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের আশ্বাসে কর্মবিরতি আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ১৯৮০ সাল থেকে পাওয়া ৪টি অগ্রীম ইনক্রিমেন্ট এবং ভাতাসহ আর্থিক সুবিধা পুনর্বহালের দাবিতে সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে কর্মবিরতির ঘোষণা দেন ট্রেন কন্ট্রোলাররা। ফলে সারাদেশে চলাচল করা ট্রেনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা সৃষ্টি হয়েছিলো। কর্মসূচি প্রত্যাহারের মধ্য দিয়ে এই শঙ্কা কেটে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video