ঢাকা , বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ১৪, ৩০ কার্তিক ১৪৩১
#

দেশজুড়ে

আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ অক্টোবর ১৭, ০৩:৩৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিরোধপূর্ণ জায়গায় ভবন নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে
আদালত। তবে আদালতের  নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণ করার অভিযোগ ওঠেছে মামলার বিবাদীদের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগীরা থানা পুলিশের ধারস্থ হয়ে কোন সহায়তা না পেয়ে পরে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সদর ইউনিয়নের খিলপাড়া মৌজার জায়গা নিয়ে চাতরী ইউনিয়নের বাসিন্দা  মোহাম্মদ রফিক উদ্দীনের  জসিম উদ্দীন নামের এক জনের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এর মধ্যে জসিমউদদীন আইন আদালতকে তুয়াক্কা না করে বিরোধপূর্ণ জায়গায় জোর করে ভবন নির্মাণ শুরু করছে। ইতিমধ্যে এই জায়গা উদ্ধারে আদালতের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী রফিক উদ্দীন। ভুক্তভোগীর দাবি আদালতের আশ্রয় নিলেও পুলিশ প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না এই ভুক্তভোগী। উল্টো বিবাদীকে পুলিশের পক্ষ থেকে সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলা হয়।

আদালতের মামলা সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে ভূমিদস্যু মোহাম্মদ জসিম উদ্দীন দ্বারা নির্যাতিত এই ভুক্তভোগী রফিক উদ্দীন। তার অবৈধ দখল হইতে নিস্তার পেতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন-০৪/২০২৪ ইং দায়ের করেন তিনি। এর মধ্যে  গত ৩০ জুলাই মামলার তারিখের আদেশ মোতাবেক পুলিশি তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বিজ্ঞ আদালত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২ সেপ্টেম্বর। উক্ত তারিখে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত পুনরায় আগামী আগামী ৩০ অক্টোবর মামলার দিন ধার্য্য করেন। মামলা চলমান অবস্থায়  জসিম উদ্দীন আদালতের উপস্থিত না হলেও গত ১৫ অক্টোবর  হইতে পুরোদমে কার্যক্রম শুরু করেন।

মামলার বাদী রফিক উদ্দীন বলেন,  বিবাদী জসীম উদ্দীন কতিপয় অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগসাজসে কাজ শুরু করেছে।  যা আদালত অবমাননার শামিল। মৌখিক ভাবে বাধা দিতে গিয়ে আদালতের আদেশের কথা  বললে তারা সন্ত্রাসী এনে আমাকে হুমকি প্রদান করেন। আমি অসহায় হয়ে পড়ছি। ভূমি দস্যু থেকে আমার জায়গা উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, এই বিষয়ে আমি খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।কারন আদালতকে অবমাননা করার কারো কোন সুযোগ নেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video