ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৮ চৈত্র ১৪৩১
#

দেশজুড়ে

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আস্তাকুরে নিক্ষেপ করবে - কাজী নাহিদ

মোঃ লাভলু,চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ২৬, ০৩:১২ অপরাহ্ন
#

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, আমরা চাচ্ছি এ নির্বাচনে জনগণ আ’লীগকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। আমরা যারা জোটগতভাবে আন্দোলন করছি, আগামী দিনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে পার্লামেন্ট হবে, সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
তিনি মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঙ্গলবার বিকেলে হোটেল ডলি রিসোর্টে উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার। উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী শহীদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ওলামা পার্টির আহবায়ক মাওলানা আইয়ুব হোসেন, আলকরা ইউনিয়ন জাপা’র আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, গুণবতী ইউনিয়ন আহবায়ক জাকির আহমেদ জিকির, সদস্য সচিব জানে আলম দোভাষী, কনকাপৈত ইউনিয়ন আহবায়ক জাফর আহমেদ, শ্রীপুর ইউনিয়ন জাপা’র নেতা আবুল কাশেম, মুন্সিরহাট ইউনিয়ন জাপা’র আবদুল মালেক, আবদুল লতিফ, নুরুল ইসলাম, উপজেলা যুবসংহতির নেতা লুৎফুর রহমান, লিয়াকত আলী, জিসান আহমেদ, পাভেল মজুমদার, উপজেলা জাতীয় ছাত্রসমাজের নেতা মোবারক হোসেন, মিজানুর রহমান, ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video