অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারাদেশে ১১৭ জনকে আটক এবং গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা এলাকায় গ্রেফতার করা হয়। টঙ্গী পূর্ব থানায় ৭, টঙ্গী পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯, পুবাইল থানায় ২জনসহ অন্যান্য থানায় ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এর ফলে গত তিন দিনে গাজীপুরে মোট ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, রংপুরে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে ৩ এবং আট জেলার যৌথ বাহিনী ১৮ জনকে গ্রেফতার করেছে। এসব জেলার মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ২ ও লালমনিরহাট থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়। এর ফলে তিন দিনে রংপুর রেঞ্জের মহানগরসহ ৬৮ জনকে গ্রেফতার করা হলো। এছাড়া, পাবনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন