ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব ও পিঠা উৎসব প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০২, ০৯:২৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের হাটহাজারীর পূর্ব শিকারপুরে অবস্থিত আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া উদ্বোধন করা হয়। পরবর্তীতে রবিবার (২ ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকীর কন্যা আলহাজ্ব বদিউরনেছা সিদ্দিকা।

সিনিয়র সহকারী শিক্ষক রত্না রাণী চক্রবর্তীর সঞ্চালনায় ও সহকারী শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ জসিম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম, সিনিয়র সহকারী শিক্ষক আখতারুল আলম, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, রিম্পী বিশ্বাস, নাসরিন সুলতানা, তানজিনা রহমান, সাবরিনা আবছার, জয় কুমার নাথ, মোহাম্মদ আনোয়ার জাহেদ, প্রীতি চৌধুরী, শিউলি রাণী নাথ, রফিকুল ইসলাম বেলাল, আফসানা নুর আকতার, শাহমিতা আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন মোহাম্মদ ইদ্রিস, হারুন অর রশিদ, শাহীন আকতার, মোহাম্মদ করিম, মোহাম্মদ জাহেদ ও সাহেদা আকতার।

দুই দিনব্যাপী এই আয়োজনে ৪টি হাউসে এথলেটিক্সের ৪০টি ইভেন্ট এবং তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫টি হাউসে ২০০টিরও অধিক পিঠার ওপর প্রতিযোগিতা হয়। পিঠা উৎসব প্রতিযোগিতায় বিজয়ী শামসুন নাহার হাউস চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হাউসকে রানার্সআপ গোল্ড কাপ প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video